নাটোরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০১৯

নাটোরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

আবু মুসা নাটোর থেকেঃ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা। আজ রবিবার সকাল ১০ টার দিকে নাটোর শহরের আলাইপুর এলাকায় দলীয় কার্যালয় প্রাঙ্গনে তারা এই কর্মসুচি পালন করে। এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য সচিব রহিম নেওয়াজ, সদস্য এমদাদুল হক আল মামুন, অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর, খবির শাহ, দেওয়ান শাহীনসহ দলের নের্তৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, বর্তমান ফ্যাসিষ্ট সরকার বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ভয় পায়। তাই তাকে মুক্তি দিতে দিচ্ছে না। কিন্তু বিএনপি নেতা-কর্মী ও সমর্থকরা সংগঠিত হয়ে আন্দোলনের মাধ্যমে তাদের নেত্রীকে মুক্ত করবে এবং গণতন্ত্র পুনরুদ্ধার করবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest