ঢাকা ৮ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০১৯
শামসুল কাদির মিছবাহ, সুনামগঞ্জ:
সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা নদীতে রবিবার সকালে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবেশ দূষণ পরিদর্শন করেছেন দেশের আটটি বিভাগের ১৫ টি বেসরকারি সংস্থার নির্বাহী পরিচালকগণ। তাঁরা অবৈধভাবে বালু পাথর উত্তোলণ ও পরিবেশ দূষণে ক্ষতিগ্রস্ত মানুষের সাথে কথা বলে তাদের দুঃখ-দুর্দশার কথা শুনেন। পরিদর্শন শেষে এনজিও প্রধানগণ যাদুকাটা নদীর তীরে আদর্শ গ্রামে এক মতবিনিময় সভায় মিলিত হন। বেসরকারি সংস্থা এএল আরডির ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি বেলার আয়োজনে এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য সেলিনা আবেদীন, বেসরকারি সংস্থা পিইউপি’র নির্বাহী পরিচালক আবু হাসনাত ফারুক, হাসির নির্বাহী প্রধান এডভোকেট আকরাম হোসেন রুমি, রান এর নির্বাহী পরিচালক রফিকুল আলম, এ এলআর ডি’র প্রোগ্রাম অফিসার মীর্জা আজিম হায়দার, বেলা সিলেট অফিস প্রধান অ্যাডভোকেট শাহ সাহেদা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, প্রভাবশালী ড্রেজার মেশিন মালিক ও প্রশাসনের কারণে এখানে সাধারণ বারকিশ্রমিকরা প্রশাসন কর্তৃক নির্যাতিত হচ্ছেন। তাঁরা বারকি শ্রমিকদের নির্যাতন বন্ধ করার দাবি জানান। তাঁরা জানান, পরিবেশ ধ্বংসকারীদের নাম উল্লেখ করে উপস্থিত এলাকাবাসী নানা অভিযোগ করেছেন। এখানে পরিবেশ দূষণ মারাত্মক আকার ধারণ করেছে। পরিদর্শন বিষয়ে অ্যাডভোকেট শাহ শাহেদা বলেন, আমরা মূলত জাদুকাটা পরিবেশ দূষণ ও সার্বিক পরিস্থিতি নিয়ে এলাকাবাসীর মতামত জানতে চেয়েছি এবং এই পরিস্থিতি উত্তরণে তাদের মতামত জানতে চেয়েছি। এখানে পরিবেশ দূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST