দিনাজপুরের পার্বতীপুরে সড়ক দূর্ঘটনায় নিহত-১

প্রকাশিত: ১১:১২ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০১৯

দিনাজপুরের পার্বতীপুরে সড়ক দূর্ঘটনায় নিহত-১
চৌধুরী নুপুর নাহার তাজ, বিশেষ প্রতিনিধি, দিনাজপুর। পার্বতীপুর-দিনাজপুর সড়কের হয়বৎপুর এলাকার মন্মথপুর পেট্রল পাম্পের সামনে এক সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরহী নিহত হয়েছে। জানা গেছে, পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউপির দোয়ানিয়া ফকিরপাড়া গ্রামের মমিনুল ইসলামের পুত্র সুজন(২২) শনিবার রাত সাড়ে ১০ টার দিকে মোটরসাইকেল নিয়ে শশুরবাড়ী হয়বৎপুর চৈইতপখর যাচ্ছিল।পার্বতীপুর-দিনাজপুর সড়কের শিমুলতলী মন্মথপুর পেট্রল পাম্পের সামনে পৌছলে অপরদিক থেকে আসা মোটরসাইকেল মুখোমুখি সংর্ঘষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সুজন নিহত হয়। অপর অন্য মোটরসাইকেল আরহীরা পালিয়ে যায়। সুজনের পারিবারিক সূত্র থেকে জানা গেছে, গত এক বছর পূর্বে সুজন হয়বৎপুর চৈইতপখর এলাকার আজিজার রহমানের কন্যা আইরিন সুলতানাকে ভালবেসে বিয়ে করে। এই বিয়ে সুজনের বাবা মেনে নেয়নি। গতকাল শুক্রবার দুই পরিবারের মধ্যে আলোচনার মাধ্যমে মিমাংশা হয়। আজ রাতে সুজন শশুরবাড়ী যাওয়ার পথে মোটরসাইকেল মুখোমুখি সংর্ঘষে ঘটনাস্থলে নিহত হয়। নিহত সুজনের বাবা মমিনুল ইসলাম বছিরবানিয়া বাজারের একজন হোটেল ব্যবসায়ী। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest