পীরগঞ্জ উপজেলা শাখার BHRC কার্যক্রম শুরু।

প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৯, ২০১৯

পীরগঞ্জ উপজেলা শাখার BHRC কার্যক্রম শুরু।

মো.রবিউল ইসলাম রংপুর প্রতিনিধি। ৪১সদস্য/সদেস্যা নিয়ে, বাংলাদেশ মানবাধিবার কমিশণ BHRC নবগঠিত কমিটি উপজেলা শাখার,পীরগঞ্জ, রংপুর,এর পদচলা শুরু। সভাপতি হিসাবে মানবতাবাদী মো. তৌহিদুল ইসলাম, নির্বাহী সভাপতি মানবতাবাদী মো. মহাসিন আলী সাধারন সম্পাদক মানবতাবাদী মো. রবিউল ইসলাম পদে নির্বাচিত হোন।পীরগঞ্জ উপজেলা শাখার এর কমিটির পরিচিত ও কার্ড বিতারণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো.তৌহিদুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিবার কমিশনের মিঠাপুকুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মানবতাবাদী মো.আশিকুর রহমান, (অর্থ সম্পাদক) মাবনতাবাদী মো. মাজারুল ইসলাম(সোহাগ), মানবতাবাদী শ্রী বিলাশ অধিকার (যুগ্ন-সম্পাদক)। শুভেচ্ছা বক্তাব্য রাখেন পীরগঞ্জ উপজেলা মানবতাবাদী মো. মহাসিন আলী(নির্বাহী-সভাপতি) মো. আব্দুর রাজ্জাক মন্ডল(সহ-সভাপতি) মোছা. হোসনে আরা বেগম (সহ-সভাপতি) মো. মারিফুল ইসলাম (যুগ্ন-সম্পাদক) মো.শহীদুজ্জামান মন্ডল (যুগ্ন-সম্পাদক) মো. গোলাম মোর্শেদ (যুগ্ন অর্থ সম্পাদক)মো. আতিকুর রহমান(সদস্য)।বক্তারা বলেন আমরা সবাই হাতে হাত রেখে এ অঞ্চলের প্রতিটি অসহায় নির্যাতিত নারী-পুরুষ ধর্ম,বর্ণ,গোত্র,জাতি- উপজাতি নির্বিশেষে সবাইকে সমভাবে আইন পেতে সাহায্য করবো। মানবাধিকার লংঘন জরিত যে কোন কর্মকান্ড প্রতিরোধে আমরা সবাই প্রতিবাদী ভূমিকা পালন করবো। অনুষ্ঠান পরিচালনা করেন মানতবাদীন, পীরগঞ্জ উপজেলা শাখা সাধারন সম্পাদক মো. রবিউল ইসলাম।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest