বাঐডাঙ্গা (বিএল) মাধ‌্যমিক বিদ‌্যাল‌য়ের বহু তলা ভব‌নের ভি‌ত্তিপ্রস্থরের শুভ উদ্বোধন

প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২০

বাঐডাঙ্গা (বিএল) মাধ‌্যমিক বিদ‌্যাল‌য়ের বহু তলা ভব‌নের ভি‌ত্তিপ্রস্থরের শুভ উদ্বোধন

মো:সাগর মল্লিক, খুলনা থেকে
বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুরের বাঐডাঙ্গা বি এল মাধ‌্যমিক বিদ‌্যাল‌য়ের নব‌নি‌র্মিত চতুর্থ তলা ভব‌নের ভি‌ত্তিপ্রস্থর স্থাপন আজ ১৫ সেপ্টেম্বর ২০২০ রোজ মঙ্গলবার সকাল ১০টায় শুভ উদ্বোধন অনু্ষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বাঐডাঙ্গা বি এল মাধ‌্যমিক বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক মোঃ আ‌নিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ।
বিশেষ অতিথি ছিলেন লখপুর ইউপি চেয়ারম্যান এস এম আবুল হোসেন,দক্ষিণাঞ্চলের সুনামধন্য প্রথম শ্রেণির ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স বেতাগা ট্রেডার্সের লিঃ এর পরিচালক আনন্দ দাশ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদ্যস গন ও এলাকার সুধী জন।

শতাধিক বছরের ঐতিহ্য বাহী এ প্রতিষ্ঠান টি ব্রজলাল শাস্ত্রী প্রতিষ্ঠার পর থেকে চলছিল প্রায় অবহেলায়।
এই প্রথম কয়েক জন সুধী জনের
সুদৃষ্টিতে বহুতলা ভবন সহ অনেক উন্নয়ন মূলক কর্মকান্ড দৃশ্য মান হচ্ছে।ছাত্রছাত্রী দের রেজাল্ট দিন দিন খুব ভালো হওয়ায় এলাকা বাসির মাঝে খুশির জোয়ার বইছে বলে কয়েক জন আনন্দো প্রোকাশ করেছেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest