পঞ্চগড় পুর্ব মোলানী পাড়া সড়কটি বৃষ্টির পানিতে তলিয়ে গেছে: দুর্ভোগে পড়েছে পথচারীরা

প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২০

পঞ্চগড় পুর্ব মোলানী পাড়া সড়কটি বৃষ্টির পানিতে তলিয়ে গেছে:  দুর্ভোগে পড়েছে পথচারীরা

মামুনুর রশীদ, পঞ্চগড় প্রতিনিধি:

দেখে মনে হতে পারে এটি পুকুরে মাছ ধরার ছবি। প্রথম দেখায় সবার তাই মনে হবে। কিন্তু না এটা একটি সড়ক। পঞ্চগড় সদর উপজেলাধীন পুর্ব মোলানী পাড়া এলাকায় ঢুকার প্রবেশ পথের ছবি এটি।

পঞ্চগড় সদর উপজেলার ৩ নং ইউনিয়নের ৮ নং ওয়ার্ড পূর্ব মোলানী পাড়া (বোদা পাড়া) এলাকার এ রাস্তাটি একটু বৃষ্টির পানিতে তলিয়ে যায়। কয়েক দিনের প্রবল বৃষ্টিতে হাটুর উপর পানি ডিঙ্গিয়ে চলাচল করতে হচ্ছে।

পানি নিস্কাশন ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি দীর্ঘ সময় জমে থাকছে। অনেকের বসত বাড়িতেও পানি উঠেছে। বাড়ছে মশার উৎপাত। বাড়ির পাশের টয়লেটের হাউস পানিতে ডুবে যাওয়ায় ময়লা আশেপাশে ছড়াচ্ছে, সাথে ছড়াচ্ছে দূর্গন্ধ। এ অবস্থায় এলাকাবাসী চরম দূর্ভোগের মধ্যে আছে।

এলাকাবাসীর অভিযোগ অনেক বলার পরেও প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছেনা। অতি সত্তর পানি নিস্কাশনের ব্যবস্থা করে এ দূর্ভোগের হাত থেকে রক্ষার জোরদাবী জানিয়েছে এলাকাবাসী।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest