রংপুর নানান আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত।

প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০১৯

রংপুর নানান আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত।
রবিউল ইসলাম রংপুর প্রতিনিধি|| নারী জাগরণরে অগ্রদূত মহীয়সী নারীর ১৩৯তম জন্ম ও ৮৭তম মৃত্যু বর্ষিকী একইদিনে দিবসটি উদযাপন উপলক্ষে ৩ দিন ব্যাপী মেলা ও বিভিন্ন র্কমসূচির আয়োজন করছে রংপুর জেলা প্রশাসন । আজ সকালে রোকেয়ার জন্মস্থান মিঠাপুকুররে পায়রাবন্দ স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়। রংপুর জেলা প্রশাসনরে পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণের মধ্যে দিয়ে র্কমসূচরি আনুষ্ঠানকিতা শুরু হয়। পরে আলোচনা সভা ও ৩ দিনব্যাপী মেলার আনুষ্ঠানকি উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমান বলনে, ‘নারীদের ঘরে থাকার দিন শেষ হয়েছে। রোকেয়ার সব সময়ে নারীদের নিয়ে ভাবতেন। তাকে অনুসরণ করে প্রধানমন্ত্রী শখে হাসিনা নারী সমাজরে উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। সরকাররে সফল উদ্যোগে নারী-পুরুষরে বৈষম্য ভেদ করে সকল ক্ষেত্রে সমানাধিকার প্রতষ্ঠিতি হয়েছে। মেলা উদ্বোধন করেন সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমান, অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলা একাডেমির সচিব মোহাম্মদ আনোয়ার হোসনে, রংপুর জেলা পরষিদ চেয়োরম্যান এডভোকেট ছাফিয়া খানম, বেগম রোকেয়া পদকপ্রাপ্ত (২০১৬) ও সংসদ সদস্য আরমা দত্ত । অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, সরকারি বেগম রোকেয়া কলেজের বাংলা বিভাগরে সাবেক বিভাগীয় প্রধান প্রফসের মোহাম্মদ শাহ্ আলম। সভাপতিত্ব করনে রংপুররে জেলা প্রশাসক আসিব আহসান। স্বেচ্ছায় রক্তদান ও রক্তরে গ্রুপ পরীক্ষা র্কাযক্রম শুরু হয়।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest