খানাসামায় দুর্ণীতি প্রতিরোধ দিবস পালিত ও জয়িতাদের সংবর্ধনা প্রদান

প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০১৯

খানাসামায় দুর্ণীতি প্রতিরোধ দিবস পালিত ও জয়িতাদের সংবর্ধনা প্রদান

মোঃ নুরনবী ইসলাম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামা উপজেলায় দুর্ণীতি প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা এবং আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ ও বেগম রোকেয়া দিবস -২০১৯ উদযাপন উপলক্ষে মানববন্ধন, আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ৯ ডিসেম্বর সোমবার সকাল ১০ টায় উপজেলা চত্বরে প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়ে দুর্ণীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি প্রতিরোধ দিবসের র‍্যালী শেষে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মোঃ আবু হাতেম ও বিশেষ অতিথি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন।

এছাড়াও আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজ পারভিন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা ইয়াসমিন, উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক খয়রাত আলী, সাধারন সম্পাদক আঃ রাজ্জাক, সদস্য আহসান হাবীব প্রমুখ।আলোচনা সভা শেষে জয়িতাদের হাতে ক্রেস্ট, সন্মাননা ও উপহার সামগ্রী প্রদান করেন অতিথিবৃন্দরা।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest