ঢাকা ৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
শামসুল কাদির মিছবাহ, সুনামগঞ্জ::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা মুক্ত দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ জগন্নাথপুর উপজেলা কামান্ডের আয়োজনে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বর্ণাঢ্য র্যালীটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফুজুল আলম মাসুমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আব্দুল কাইয়ুম, মুক্তিযোদ্ধা রঞ্জিত কান্তি দাশ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতা কয়েছ আহমদ প্রমূখ।
প্রসঙ্গত, ১৯৭১ সালের ৯ ডিসেম্বর জগন্নাথপুর উপজেলা শত্রুমুক্ত হয়েছিল। স্বাধীনতা যুদ্ধে জগন্নাথপুরে ইতিহাসের বর্বরতম গণহত্যা সংগঠিত হয়েছিল। হানাদারদের নৃশংসতা ও রাজাকারদের অপতৎপরতার বিরুদ্ধে বলিষ্ট ভূমিকা রেখেছেন এ অঞ্চলের জনগন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST