ঢাকা ২১ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০১৯
ভোলা প্রতিনিধি।।আপেল মাহমুদ(শাওন) ‘আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ’ এই স্লোগানকে সামনে রেখে ভোলায় শিক্ষার্থী সমাবেশ মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার (৯ ডিসেম্বর) সকালে ভোলা জেলা প্রশাসন এর আয়োজনে জেলা প্রশাসক কার্যলয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় জেলা প্রশাসক মো: মাসুদ আলম ছিদ্দিক। এসময় তিনি বলেন,কেউ দুর্নীতি করলে তাকে সামাজিকভাবে প্রতিহত করতে হবে। দুর্নীতিবিরোধী কার্যক্রম যেন কেবল অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না থাকে প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে যে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন তা যেন প্রতিটি অফিসেই বাস্তবায়িত হয়। এজন্য প্রত্যেককেই যার যার দায়িত্ব সততা ও ন্যায়পরায়নতার সাথে পালন করতে হবে।সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে তা না হলে ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন আমরা দেখছি তা পিছিয়ে যাবে। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মৃধা মো: মোজাহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কামাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মহসিন আল ফারুক,দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারী মেবাশ্বের উল্ল্যাহ চৌধুরী প্রমুখ। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও জনপ্রতিনিধি,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীসহ নানা শ্রেনি পেশার মানুষ অংশগ্রহন করেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST