রংপুর পীরগন্ঞ্জে আন্তর্জাতিক ৭১ তম মানবাধিকার দিবস পালিত!!

প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০১৯

রংপুর পীরগন্ঞ্জে আন্তর্জাতিক ৭১ তম মানবাধিকার দিবস পালিত!!

রবিউল ইসলাম রংপুর প্রতিনিধি |”আজ ১০ই ডিসেম্বর ১৯৪৭ সালে১০ডিসেম্বর এই দিনে জাতিসংঘ ঘোষিত বিশ্ব মানবাধিকার দিবসের পদ চলা শুরু। তাই দিবসটি যথাযর্থ মর্যাদায় পালনের লক্ষে, বাংলাদেশ মানবাধিকার কমিশন, রংপুর, পীরগন্ঞ্জ উপজেলা শাখার, এক বর্নাঢ্য শোভা যাত্রা বের করে। এতে অংশগ্রহন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা টি,এম,এ,মমিন, সহকারী কমিশনার( ভুমি) সন্জয় কুমার মহন্ত, ও সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ- সভাপতি, অর্থ সম্পাদক,সহ সকল সদস্য,সদস্যা কর্মীরা এবং সর্বস্তরের জনসাধারন। শোভাযাত্রাটি পীরগঞ্জ সদরের প্রধান, প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসে শেষ হয়।

আলোচনা সভায় ,বক্তব্য রাখেন, আলহাজ্ হাইফুজ্জামান ফুলু মিয়া সভাপতি ৮নং পৌর আওয়ামিলীগ।বাংলাদেশ মানবাধিকার কমিশণের পীরগঞ্জ উপজেলা শাখার,সভাপতি মো. তৌহিদুল ইসলান,সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম, নির্বাহী সভপতি মো. মহাসিন আলী । যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ, বেঁচে থাক মানবতা,বেচেঁ থাকার স্বার্থকতা শ্লোগানটি মনে লালন করে শুরু হলো আগামীর পথচলা”।।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest