চলতি বছরের শুরুতেই মণিরামপুরে লটারির মাধ্যমে আমন ধান ক্রয় শুরু

প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০১৯

চলতি বছরের শুরুতেই মণিরামপুরে লটারির মাধ্যমে আমন ধান ক্রয় শুরু

উত্তম চক্রবর্তী,মণিরামপুর(যশোর)অফিস৷৷ মণিরামপুরে চলতি বছরের শুরুতেই লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকদের কাছ থেকে সরকারী ভাবে আমন ধান ক্রয় শুরু হয়েছে। সরাসরি কৃষকদের কাছ থেকে আমন ধান ক্রয়ের লক্ষ্যে উপজেলা ৪৫ হাজার কৃষকের মধ্য থেকে লটারির মাধ্যমে ২ হাজার ১৫০ জন কৃষকের নাম বাছাই করা হয় তাদের কাছ থেকে জনপ্রতি ১ থেকে দেড় মেট্রিকটন ধান ১ হাজার ৪০ টাকা মণ দরে এ ধান ক্রয় করা হচ্ছে। মঙ্গলবার সকালে উপজেলা খাদ্য গুদাম চত্বরে ধান ক্রয়ের কাজের শুভ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্জ্ব কাজী মাহমুদুল হাসান, উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা নির্বার্হী অফিসার মোঃ আহসান উল্লাহ শরিফী, উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক আহমেদ লিটন, উপজেলা কৃষি কর্মকর্তা হীরক কুমার সরকার, খাদ্য গুদাম কর্মকর্তা মনিরুজ্জামান মুন্না, খাদ্য নিয়ন্ত্রক মামুন হোসেন খান, খাদ্য পরিদর্শক মাহমুদুল হাসান সহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest