মণিরামপুরে তিন কন্যা সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০১৯

মণিরামপুরে তিন কন্যা সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার

উত্তম চক্রবর্তী,মণিরামপুর(যশোর)অফিস৷৷ মণিরামপুরে রুপালী বেগম (৩০) নামে তিন কন্যা সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে পুলিশ লাশ উদ্ধার করে দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করে। এর আগে সোমবার রাতে ঘরের আড়ার সাথে রুপালীর লাশ ঝুলতে দেখে থানায় খবর দেন তার শ্বশুর বাড়ির লোকজন। রুপালী বেগম মণিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের বাঙালীপুর গ্রামের বিল্লাল হোসেনের স্ত্রী। শ্যামকুড় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি জানান, কয়েকদিন আগে রুপালী বেগমের শ্বশুর আব্দুস সাত্তার অসুস্থ হয়ে মারা যান। তখন ভয় পেয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন রুপালী। সোমবার বিকালে বাড়িতে কেউ না থাকায় ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেন তিনি। সন্ধ্যার পর বাড়ির লোকজন বিষয়টি টের পান। এ বিষয়ে মণিরামপুর থানার এসআই খান আব্দুর রহমান বলেন, জেলা প্রশাসকের অনুমতিক্রমে দাফনের জন্য রুপালীর লাশ মঙ্গলবার সকালে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest