ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২০
রাজশাহী ব্যুরো : আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন রাজশাহীর নয়া পুলিশ সুপার এবি এম মাসুদ হোসেন বিপিএম বার। আজ বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে তিনি রাজশাহীর পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন দায়িত্বভার গ্রহন কালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এরপর তিনি জেলা পুলিশের কর্মকর্তাদের সাথে পরিচিত হন ও মতবিনিময় করেন।
এ তথ্য নিশ্চিত করে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সদর ইফতেখার আলম বলেন রাজশাহী জেলা নতুন পুলিশ সুপার আনুষ্ঠানিকভাবে আজ দায়িত্বভার গ্রহণ করেছেন দায়িত্ব নেয়ার পর তিনি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীদের সাথে পরিচিত হন।
উল্লেখ্য, চলতি মাসে রাজশাহী ও কক্সবাজার সহ চার জেলার পুলিশ সুপার পদে রদবদল করা হয়। কক্সবাজারের পুলিশ সুপার কে রাজশাহী জেলায় এবং রাজশাহী জেলা পুলিশ সুপার মো. শহীদুল্লাহকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে বদলি করা হয়।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST