ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
মোঃ সাগর মল্লিক
খুলনা ব্যুরোঃ
বাগেরহাটের ফকিরহাটে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এবার মারা গেছেন উপজেলার মূলঘর ইউনিয়নের গোয়ালবাড়ী গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক সুবোল চন্দ্র রায় (৬৫)। তিনি ৩০ সেপ্টেম্বর সকাল ১০টায় খুলনা কোভিড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসিম কুমার সমাদ্দার। ফকিরহাটে মোট করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১৩জনের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। এ পর্যন্ত ফকিরহাটে করোনা শনাক্তের সংখ্যা ২১০জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১৯৫জন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST