ঢাকা ৮ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০১৯
হিলি দিনাজপুর প্রতিনিধি || দিনাজপুরের হাকিমপুর (হিলি) পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৫ টায় সময় হাকিমপুর সরকারি ডিগ্রী কলেজ হলরুমে আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম ডাবলু এর সভাপতিত্বে কাউন্সেলর প্রথম অধিবেশন শুরু হয়। প্রথম অধিবেশনে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় । দ্বিতীয় অধিবেশনে কাউন্সিল শুরু হয় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকার,নির্বাচনের মাধ্যমে সভাপতি জামিল হোসেন চলন্ত ও সাধারণ সম্পাদক পদে নাছিম আহম্মেদ টুকু নির্বাচিত হয়। কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর -৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক এমপি । এসময় উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোঃ ইমদাদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন-উর-রশিদ,উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন সহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST