ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৫ পূর্বাহ্ণ, অক্টোবর ৪, ২০২০
রাজশাহী ব্যুরো : রাজশাহী মহানগরীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে আটটার দিকে কাশিয়াডাঙ্গা থানাধীন নগরপাড়া বউঠেলা মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় ওই অজ্ঞাতনামা ব্যক্তি গুরুতর আহত হয়ে রাস্তার ধারে পড়েছিল। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে কাশিয়াডাঙ্গা থানার টহল পুলিশকে জানায়।
তার আনুমানিক বয়স (৪০) বছর। পরে পুলিশ তাকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মৃত দেহটি রামেক হাসপাতালের হিমঘরে রাখা হয়। এ ঘটনায় কাশিয়াডাঙ্গা থানায় একটি সড়ক দূঘটনা সংক্রান্তে মামলা দায়ের করা হয়।
তাকে কেউ চিনতে পারলে, ডিউটি অফিসার, কাশিয়াডাঙ্গা থানা- ০১৩২০-০৬১৮৯০ নম্বরে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST