রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

প্রকাশিত: ১০:৪৫ পূর্বাহ্ণ, অক্টোবর ৪, ২০২০

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায়  অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

রাজশাহী ব্যুরো : রাজশাহী মহানগরীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে আটটার দিকে কাশিয়াডাঙ্গা থানাধীন নগরপাড়া বউঠেলা মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় ওই অজ্ঞাতনামা ব্যক্তি গুরুতর আহত হয়ে রাস্তার ধারে পড়েছিল। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে কাশিয়াডাঙ্গা থানার টহল পুলিশকে জানায়।

তার আনুমানিক বয়স (৪০) বছর। পরে পুলিশ তাকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মৃত দেহটি রামেক হাসপাতালের হিমঘরে রাখা হয়। এ ঘটনায় কাশিয়াডাঙ্গা থানায় একটি সড়ক দূঘটনা সংক্রান্তে মামলা দায়ের করা হয়।
তাকে কেউ চিনতে পারলে, ডিউটি অফিসার, কাশিয়াডাঙ্গা থানা- ০১৩২০-০৬১৮৯০ নম্বরে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest