কুড়িগ্রামে গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদহে উদ্ধার

প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২০

কুড়িগ্রামে গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদহে উদ্ধার

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :
কুড়িগ্রামের উলিপুরে আনাছ মিয়া (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের বাড়ী উলিপুর উপজলার ধরনীবাড়ি ইউনিয়নের মাদারটারী তলিপাড়া গ্রামে। সে ওই গ্রামের সোহরাব আলীর ছেলে।

রবিবার সকালে বাড়ির পাশের একটি গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার কর পুলিশ।

স্থানীয় বাসিন্দারা জানায়, এলাকাবাসী সকালে আনাছ মিয়ার মরদেহ গাছ ঝুলন্ত দেখে পুলিশ কে খবর দেয়। পরে পুলিশ এসে তার মরদেহ গাছ থেকে নামিয়ে তার বাড়িতে নিয়ে যায় পুলিশ।

সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য নুর মাহাম্মদ জানান, গত বছরের রমজান মাসে নিহত আনাছরের বিয়ে হয়। বিয়ের পর থেকে সে কিছুটা অসুস্থ থাকায় তার স্ত্রী আনাছকে শারীরিক সুস্থ্যতার জন্য চিকিৎসা করতে বলে ছেড়ে চট্রগ্রাম চলে যান। তার পরিবারের লোকজন তাকে সুস্থ্য করে তুলতে চিকিৎসা শুরু করেন। এরই মধ্য শনিবার রাতে পরিবারের সবার অজান্তে বাড়ীর পার্শ্ববর্তী একটি গাছে রশি বেধে আত্ম হত্যা করেন আনাছ।

উলিপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মোঃ আতিকুর রহমান জানান, নিহতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে তার বাড়িতে আনা হয়েছে। তার পরিবারের সাথে কথা বলে ধারনা করা হচ্ছে তিনি মানুষিক রোগী ছিলেন। সে কারনে তিনি আত্নহত্যা করে থাকতে পারেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest