শামসুল কাদির মিছবাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জ শহরের স্টেশন রোড এলাকার মিষ্টিজাত দ্রব্যের বিক্রেতা প্রতিষ্ঠান মোহনলাল সুইটসের মালিক লিটন চৌধুরী সংবাদ সম্মেলন করে সড়ক দুর্ঘটনায় নিহত তার মা সেলি চৌধুরী ও তার বোন এলি চৌধুরী’র ময়না তদন্তের জন্য আদালতের কাছে আবেদন করবেন বলে জানান। মঙ্গলবার দুপুরে শহরের পুরাতন শিল্পকলা একাডেমী’র হল রুমে লিখিত বক্তব্য পাঠ করেন সেলি চৌধুরীর প্রথম পক্ষের বড় ছেলে লিটন চৌধুরী। তিনি আরও বলেন ২০১৮ সালে ২৩ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেয়ার জন্য তার বোন এলি চৌধুরী যান। এ সময় তার সাথে ছিলেন এলি’র মা সেলি চৌধুরী ও তার ভাই সেতু। পরীক্ষা দিয়ে আসার সময় সিরাজগঞ্জ জেলায় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন সেলি চৌধুরী। পরে হাসপাতালে নেয়ার পর নিহত হন এলি চৌধুরী। লিটন চৌধুরী সংবাদ সম্মেলনে দাবি করেন, তার সৎ বাবা আব্দুল মান্নান চৌধুরী ঐ সময় তাকে ময়না তদন্ত করতে বাধা দেন। পরে ময়না তদন্ত না করেই মরদেহ দাফন করা হয়। এখন তার সৎ বাবা আব্দুল মান্নান চৌধুরী তাদের মায়ের রেখে যাওয়া সম্পদ কেড়ে নিতে চাইছেন। লিটন চৌধুরীর মায়ের নামের ব্যবসা প্রতিষ্ঠান সন্ত্রাসী বাহীনি দিয়ে দখল করার অভিযোগ করেছেন। পাশাপাশি ব্যবসার নিরাপদ পরিবেশ ও তার ব্যক্তিগত নিরাপত্তা চেয়ে আইনি সহযোগিতাসহ গণমাধ্যম ও সমাজকর্মীদের সুদৃষ্টি কামনা করেন লিটন। লিটন জানান, বর্তমান অবস্থা বিবেচনায় এখন মনে হচ্ছে যে, আমার মা ও বোনের মৃত্যুটা ছিল পরিকল্পিত। একই গাড়ীতে থাকা তিনজন ব্যক্তির মধ্যে ঘটনাস্থলে আমার মায়ের মৃত্যু হয় এবং আমার ছোট বোন এলি চৌধুরীকে হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। কিন্তু গাড়ীতে থাকা চালক মান্নান চৌধুরীর ১ম স্ত্রীর সন্তান কিভাবে সম্পূর্ণ অক্ষত থাকে? এ সব কথা উল্লেখ করে তিনি নিজের ব্যবসার নিরাপদ পরিবেশ চেয়ে ও নিজের ব্যক্তিগত নিরাপত্তা কামনা করে সকলের সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পঙ্কজ দাস, সুদীপ দে, প্রাণ গোপাল দত্ত।