ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২০
পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ
বরিশালা প্রশাসন বরিশাল এর নিয়মিত মোবাইল কোর্ট অভিযানের অংশ হিসেবে আজ ৫ অক্টোবর সোমবার সকাল ১০ টার দিকে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় জেলা প্রশাসন বরিশাল এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আলী সুজা এর নেতৃত্বে আজ শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আসা রোগী ও রোগীর স্বজনদের সাথে প্রতারণাকারী দালাল চক্রের সদস্যদের ধরতে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। এ ধরনের কর্মকাণ্ড বন্ধ রাখার ব্যাপারে সতর্ক করার পর ও এই অপরাধমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখায় দণ্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় দালাল চক্রের ৭ সদস্য মোঃ মনিরুল ইসলাম (৩০), মোঃ বাবুল (৪৫) মোঃ ছালাউদ্দিন হক (৪২) আসমা বেগম (৩২) মোছাঃ তানজিলা (২০) কে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মোঃ জহিরুল হক খান (৩০) ও মোছাঃ সোনিয়াকে (৩২) কে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানে গোয়েন্দা পুলিশের একটি টিম সহায়তা প্রদান করেন। উল্লেখ্য মেডিকেলে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনেরা প্রতিনিয়তই দালালদের খপ্পরে পড়েন। সরকারি হাসপাতাল থেকে রোগী নিয়ে ব্যক্তিমালিকানাধীন ক্লিনিকে ভর্তি করা থেকে শুরু করে রোগীর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য ডায়াগনস্টিক সেন্টারে যেতে প্রভাবিত করে এই দালালরা। তারা সরকারি হাসপাতালে এই চিকিৎসা নেই, অল্প খরচে ক্লিনিকে ভালো চিকিৎসা হবে, সরকারি হাসপাতালে রোগনির্ণয়ের ব্যবস্থা নেই, অল্প খরচে অন্য জায়গায় সঠিক পরীক্ষা-নিরীক্ষা হবে উল্লেখ করে রোগীর স্বজনদের বিভ্রান্ত করে ফেলে। উদ্বিগ্ন স্বজনদের অনেকেই দালালদের কথায় বিশ্বাস করে সরকারি হাসপাতাল ত্যাগ করেন এবং দালালদের দেখানো জায়গায় চিকিৎসা নেয়।
দালালদের প্রতিহত করতে জেলা প্রশাসন এর উদ্যোগে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST