ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
মোঃ লুৎফর রহমান হিলি (দিনাজপুর) প্রতিনিধি
বর্ণাঢ্য র্যালি, শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনাজপুরের হিলি হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।
আজ বুধবার সকাল ১১ টায় সিপি রোডে অবস্থিত উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি স্বাধীনতাযুদ্ধে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ব‘সম্মুখ সমরে’ গিয়ে শেষ হয়।
র্যালিতে অংশ নেন স্থানীয় মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, বিভিন্ন রাজনৈতিক নেতা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
পরে সম্মুখ সমর চত্বরে মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলীর সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো.আব্দুর রাফিউল আলম,উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শামসুল আলম মন্ডল প্রমূখ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST