ধর্ষকদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবিতে বেরোবিতে মানববন্ধন

প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২০

ধর্ষকদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবিতে বেরোবিতে মানববন্ধন

শিহাব মন্ডল,বেরোবি প্রতিনিধি: ধর্ষকদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবিতে বঙ্গবন্ধু পরিষদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয় ।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয় ।

বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মিঠু খন্দকারের সঞ্চালনায় উক্ত মানববন্ধনে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী অধ্যাপক ও বঙ্গবন্ধু পরিষদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক মশিউর রহমান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান এবং বঙ্গবন্ধু পরিষদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার অন্যান্য সদস্য ও সাধারণ শিক্ষার্থীরা ।

উক্ত মানববন্ধনে সাধারণ সম্পাদক মশিউর রহমান বলেন, একাত্তরের মহাযুদ্ধের পরাজিত শক্তির আদলে সারাদেশে আজ আমাদের মা বোন ধর্ষিত হচ্ছে । প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন জানিয়ে তিনি এই সকল ধর্ষক ও ধর্ষকের মদতদাতাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা দ্রুত করা হোক অন্যথায় নারী নেতৃত্বের এই দেশে নারীরা স্বাধীনতাভাবে চলাচল করতে বাধাগ্রস্থ হবে ।

এছাড়াও উক্ত মানববন্ধন কর্মসূচিতে বঙ্গবন্ধু পরিষদের আরও অনেকেই বক্তব্য প্রদান করেন ।
উল্লেখ্য, নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র ও সমসাময়িক ধর্ষণের প্রতিবাদে দেশব্যাপী বিভিন্ন সংগঠন, সাধারণ শিক্ষার্থীসহ দেশের সচেতন নাগরিকদের মানববন্ধন, বিক্ষোভ ও শান্তিপূর্ণ মিছিল চলছে ।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest