ঢাকা ২২ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২০
সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের রৈামারী উপজলার বন্দবের ইউনিয়নের পুরাচর গ্রামে শাপলা তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে ২ শিশুর মত্যু হয়েছে। নিহত দুই শিশু মামাতো-ফুফাতো বোন। স্থাননীয়রা জানায়, শুক্রবার সকাল ১০টার দিকে ছলিম উদ্দিনের মেয়ে আমেনা খাতুন (৮) ও হাফিজুর রহমানর মেয়ে জিনিয়া আক্তার (৭) বাড়ির পাশের বিলে শাপলা তুলতে যায়।
শাপলা তোলার এক পর্যায় তারা গভীর পানিতে চলে যায়। এসময় এক পথচারী ঐ ২ শিশুকে পানিতে তলিয়ে যেতে দেখে স্থানীয়রা সহ উদ্ধারের চেষ্টা চালায়। দীর্ঘ সময় পর তাদের উদ্ধার করে রৈামারী উপজলা স্বাস্থ্য কমপ্লক্সে নেয়া হলে চিকিৎসক তাদের মৃৃত ঘোষণা করেন।
রৈামারী উপজলা স্বাস্থ্য কমপ্লক্সের আবাসিক মেডিকল অফিসার ডাঃ নাজমুল ২ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করছন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST