স্পিন অল-রাউন্ডার মেহেদী মিরাজ পুত্রসন্তানের বাবা হলেন

প্রকাশিত: ১১:৪৩ পূর্বাহ্ণ, অক্টোবর ১০, ২০২০

স্পিন অল-রাউন্ডার মেহেদী মিরাজ পুত্রসন্তানের বাবা হলেন

অনলাইন ডেস্ক: জাতীয় দলের তরুণ স্পিন অল-রাউন্ডার মেহেদী হাসান মিরাজের সংসারে সুখবর এলো। আজ শনিবার সকালে তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান। মেহেদী মিরাজ নিজেই সোশ্যাল সাইটে খবরটি নিশ্চিত করেছেন।

মিরাজ লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আনন্দের সহিত জানাচ্ছি যে, আজ আনুমানিক সকাল ১০টার সময় আমি পুত্র সন্তানের বাবা হয়েছি। আমার প্রথম সন্তানের জন্য সবাই দোয়া করবেন। সকল প্রশংসা মহান আল্লাহ তা’লার।’

দীর্ঘ ৬ বছর প্রেম করে গত বছরের মার্চে রাবেয়া আক্তার প্রীতির সঙ্গে পরিণয়সূত্রে আবদ্ধ হন মিরাজ। পরিবার প্রথমে প্রেমের বিয়েতে রাজি ছিল না। মিরাজের প্রায় দুই বছর লেগেছে মা-বাবাকে বোঝাতে। এই দম্পতিকে এখন অভিননন্দন জানাচ্ছেন সবাই।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest