ঢাকা ২৪ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৩ পূর্বাহ্ণ, অক্টোবর ১১, ২০২০
সাইফুর রহমান শামীম,, কুড়িগ্রাম প্রতিনিধি : ১০.১০.২০২০ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগের প্রার্থী সাখাওয়াৎ হোসেন সনোয়ার। নৌকা মার্কায় তিনি পেয়েছেন দুই হাজার ৮শ ২৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দি স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম। ঘোড়া প্রতীকে তিনি পেয়েছেন ২হাজার ৩শ’ ৪৮। এছাড়াও বিএনপি মনোনীত প্রার্থী গোলাম রব্বানী তালুকদার ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২হাজার ৩শ’ ৬ ভোট, স্বতন্ত্র প্রার্থী শাহীন সুলতান অটোরিক্সা মার্কায় পেয়েছেন ২শ ৫৯ এবং নুর আলম মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন মাত্র ৬২ ভোট। শনিবার সকাল ৯টা থেকে ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। এ ইউনিয়নে মোট ভোটার ১৪ হাজার ৪শ ৮৩জন। এরমধ্যে পুরুষ ভোটার ৬হাজার ৯শ ১০ এবং মহিলা ভোটার ৭হাজার ৫শ’ ৭৩ জন। গত বছরের ডিসেম্বরে জয়মনিরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জালালের উদ্দিনের মৃত্যু হলে পদটি শুণ্য ঘোষণা করে উপনির্বাচন দেয় নির্বাচন কমিশন। ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকতা দীপক কুমার দেব শর্মা বিষয়টি নিশ্চত করে জানান, সারাদিন সুষ্ঠু ভোটের পর সন্ধ্যায় বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST