অর্থ খরচে সর্বোচ্চ মিতব্যয়ী হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর |

প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২০

অর্থ খরচে সর্বোচ্চ মিতব্যয়ী হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর |

মোহাম্মদ মাহমুদুল হাসান |
ঢাকা |

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব আবারও আসতে পারে। ফের করোনা মহামারি দেখা দিলে প্রচুর অর্থের প্রয়োজন হবে। ফলে প্রয়োজনের বেশি খরচ করা যাবে না বলে সতর্ক করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার (১১ অক্টোবর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সাভার সেনানিবাসে অনুষ্ঠিত সেনাবাহিনীর ১০টি ইউনিট ও সংস্থাকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সরকারি অর্থ খরচ করার বিষয়ে সর্বোচ্চ মিতব্যয়ী হওয়ার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের মিতব্যয়ী হতে হবে। ঠিক যেটুকু আমাদের নেহায়েত প্রয়োজন তার বেশি এখন কোনো পয়সা খরচ করা চলবে না।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest