বিমানবন্দরে সাড়ে দশ কোটি টাকার স্বর্ণ উদ্ধার!!

প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২০

বিমানবন্দরে সাড়ে দশ কোটি টাকার স্বর্ণ উদ্ধার!!

রায়হান হোসাইন, চট্টগ্রাম বিভাগীয় প্রধান ঃ-
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১০ কোটি ৪০ লাখ টাকার স্বর্ণের চালান আটক করা হয়েছে। দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১৪৮ ফ্লাইটের দুইটি আসনের নিচ থেকে এ চালান আটক করা হয়।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৮টা ২০ মিনিটে চালানটি আটক করা হয়। বিমানবন্দর কাস্টমস ও এনএসআই টিম গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় চালানটি উদ্ধার হয়।
বিমানবন্দর কাস্টমস সূত্র জানায়, সকাল ৮টা ২০ মিনিটে রামেজিং করার সময় ৩৩ নম্বর সিটের নিচে কালো টেপে মোড়ানো ২টি বান্ডেল এবং ২৯ নম্বর সিটের পাশ থেকে আরেকটি পলিথিনে স্বর্ণের বারগুলো পাওয়া যায়। এসব স্বর্ণের দাম প্রায় ১০ কোটি ৪০ লাখ টাকা।
চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার রোকসানা খাতুন জানান, আজ (বৃহস্পতিবার) সকালে বিজি ১৪৮ ফ্লাইটের ৩৩ ও ২৯ নাম্বার সিটের নিচে প্লাস্টিকের ব্যাগে স্বর্ণের বার পেয়েছি আমরা। স্বর্ণের আনুমানিক দাম প্রায় ১০ কোটি ৪০ লাখ টাকা।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest