ঢাকা ২ মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৭ ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২০
ঢাকা অফিস
আলুর দামের লাগাম টানতে এবার টিসিবির মাধ্যমে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে ২৫ টাকা কেজি দরে আলু বিক্রি করা হবে।
রোববার (১৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি । তিনি আরো বলেন, কৃষি বিপণন অধিদপ্তরের বেঁধে দেয়া দাম বাস্তবায়নে বাণিজ্য মন্ত্রণালয় কাজ করবে।
এই সপ্তাহের মধ্যেই টিসিবি আলু নিয়ে বাজারে নামবে। বাজারে যে আলু ৩০ টাকা করে ধরা হয়েছে তার চেয়েও ৫ টাকা কমে ২৫ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি। বাজা মনিটরিংয়ে ভোক্তা অধিকার র্যাব দ্রুত মাঠে নামবে অ্যাকশনে যাবে।’
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Bongshai IT