দিনাজপুরে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহের উদ্বোধন

প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০১৯

দিনাজপুরে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহের উদ্বোধন

দিনাজপুর থেকে সিদ্দিক হোসেন ॥ কাষ্টমস্্, এক্সারসাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুর এর অতিরিক্ত কমিশনার মোঃ আব্দুল মান্নান সরদার বলেছেন সকলের সহযোগিতা এবং ভ্যাট প্রদানের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়তে হবে। দেশের উন্নয়নে ভ্যাট যথেষ্ট অবদান রাখছে। যার ফলে দেশের বিভিন্ন সেক্টরে ইতিমেধ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় বিশাল উন্নয়ন সম্ভব হয়েছে। আপনাদের দেয়া রাজস্ব থেকেই পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে করা সম্ভব হচ্ছে। বর্তমানে প্রযুক্তির উন্নয়নে অনলাইনে নিজ নিজ প্রতিষ্ঠানের ভ্যাট প্রদানের সুবিধা রয়েছে। এ ব্যাপারে ব্যবসায়ীদের সচেতন করতে হবে। ভ্যাট প্রদানে জনগণের শুধু মানসিকতার প্রয়োজন রয়েছে। আসুন, ভ্যাট প্রদান করি দেশের উন্নয়নের অংশিদার হই। “ভ্যাট দিচ্ছে জনগণ, দেশের হচ্ছে উন্নয়ন” – এবারের প্রতিপাদ্যকে সামনে রেখে ১২ ডিসেম্বর বৃহস্পতিবার দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ই্ন্ডাষ্ট্রি মিলনায়তনে কাষ্টমস্্, এক্সারসাইজ ও ভ্যাট বিভাগ দিনাজপুরের আয়োজনে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ- ২০১৯ উপলক্ষে আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। কাষ্টমস্্, এক্সারসাইজ ও ভ্যাট বিভাগ দিনাজপুরের বিভাগীয় কর্মকর্তা এ এস এম মিজানুর রহমানের সভাপতিত্বে বিশষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টি’র সিনিয়র সহ-সভাপতি মোসাদ্দেক হুসেন চৌধুরী পাপ্পু। মূল প্রবন্ধ পাঠ করেন কাষ্টমস্্, এক্সারসাইজ ও ভ্যাট উত্তর সার্কেল দিনাজপুরের সহকারী রাজস্ব কর্মকর্তা আবু রায়হান আলী, ব্যবসায়ী ভ্যাট প্রদানকারীদের পক্ষে বক্তব্য রাখেন ২০২০ সালের শ্রেষ্ঠ ভ্যাট প্রদানকারী সংস্থা কিউভিসি লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক এটিএম শামসুজ্জামান ও বাংলাদেশ রেস্তোঁরা মালিক সমিতির দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাজেদুর রহমান দুলাল, জুয়েলার্স মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মোফাজ্জল হোসেন চৌধুরী, মালদাহ পট্টি কাপড় ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক প্রমেল চৌধুরী। সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রভাষক হারুন উর রশিদ।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest