ঢাকা ৮ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০১৯
এফ এম শাহ রিপন,নোয়াখালী প্রতিনিধি!! নোয়াখালীতে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের নতুন ভবনের নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে। আজ সোমবার ২১অক্টোবর বেলা ১২টায় দুর্নীতি দমন কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম প্রধান অতিথি হিসেবে সমন্বিত জেলা কার্যালয়টি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
নোয়াখালী, ফেনী ও লক্ষীপুর জেলার দুর্নীতি প্রতিরোধ কর্মসূচি বাস্তবায়নের লক্ষে গণপূর্ত অধিদপ্তর ৪ কোটি ১০ লক্ষ টাকা ব্যয়ে ১৫২৫৯ বর্গফুট আয়তনে ৩ তলা নতুন ভবনটি বাস্তবায়ন করছে। দুর্নীতি দমন কমিশনার আমিনুল ইসলাম ফিতা টেনে ফলক উন্মোচন ও বেলুন উড়িয়ে নবনির্মিত ভবনটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যানদের মধ্যে গণপূর্ত বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী চট্টগ্রাম মোসলে উদ্দিন আহম্মেদ, দুদক চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মাহমুদ হাসান, নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস, পুলিশ সুপার আলমগীর হোসেন, নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান ড. জাফর উল্যাহ, নোয়াখালী পৌর মেয়র শহিদ উল্যাহ খান সোহেল ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান, নোয়াখালী সমন্বিত দুর্নীত দমন বিভাগের উপ-পরিচালক জাহাঙ্গীর আলমসহ জেলা পর্যায়ের সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
দুর্নীতি দমন কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম ভবন উদ্বোধন শেষে জেলা পর্যায়ের সুধী সমাবেশে সকল কর্মকর্তাদেরকে সততা, নিষ্ঠা ও অর্পিত দায়িত্ব যর্থাযথ ভাবে পালনে গুরুত্বরপ করেন। পরে তিনি ভবনের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST