নীলফামারীর সৈয়দপুরে টিসিবি’র মাধ্যমে খোলা বাজারে মিশরীয় পেয়াজ ৪৫ টাকা কেজি বিক্রি শুরু

প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০১৯

নীলফামারীর সৈয়দপুরে টিসিবি’র মাধ্যমে খোলা বাজারে মিশরীয় পেয়াজ ৪৫ টাকা কেজি বিক্রি শুরু
খাদেমুল মোরসালিন শাকীর,রংপুর ব্যুরো \ নীলফামারীর সৈয়দপুরে টিসিবি’র মাধ্যমে মিশরীয় পেয়াজ বিক্রি হচ্ছে ৪৫ টাকা কেজি দরে। শহরের শেরে বাংলা সড়কস্থ মেসার্স সাকিল ট্রেডার্স এই পেয়াজ বিক্রি করছে। ১২ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে এই পেয়াজ বিক্রি শুরু হয়েছে। এতে শহরের ক্রেতাদের মধ্যে পেয়াজ কেনার হিড়িক পড়েছে। পেয়াজের মূল্যবৃদ্ধির পর সাধারণ মানুষের মাঝে পেয়াজ কেনা নিয়ে চরম দূর্ভোগের সৃষ্টি হয়েছিল। সর্বোচ্চ ২৫০ টাকা কেজি দরে পেয়াজ বিক্রি হয়েছে সৈয়দপুরে। বেশ কিছুদিন পরে নতুন পেয়াজ তথা পাতা পেয়াজ বাজারে আসায় দাম কিছুটা কমলেও সর্বশেষ স্থানীয় বাজারে পাতা পেয়াজ বিক্রি হয়েছে ৮০ টাকা কেজি এবং পুরাতন পেয়াজ বিক্রি হয়েছে ১৪০ টাকা কেজি। এমতাবস্থায় টিসিবি’র মাধ্যমে মাত্র ৪৫ টাকা কেজি দরে পেয়াজ বিক্রি হওয়ায় ক্রেতাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে। কেননা বাজারে এই মিশরীয় পেয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি। সেসাথে দেশীয় পুরাতন পেয়াজ বর্তমানে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তাই লম্বা লাইন করে পেয়াজ বিক্রির দৃশ্য যেন দেখার মতো বিষয় হয়ে দাঁড়িয়েছে। টিসিবি’র মাধ্যমে পেয়াজ বিক্রি হওয়ায় ক্রেতাদের মাঝে স্বত্বির সৃষ্টি হয়েছে। সে সাথে বাজারে ভারসাম্য ফিরে এসেছে বলে উপস্থিত ক্রেতারা অভিমত ব্যক্ত করেছে। এ ব্যাপারে মেসার্স সাকিল ট্রেডার্সের স্বত্বাধিকারী মোঃ সাকিল আহমেদ জানান, আমরা আজ মিশরীয় পেয়াজ পেয়েছি তাই সরকার নির্ধারিত দামে বিক্রি করছি। আগামীকালও যদি পেয়াজ পাওয়া যায় তাহলে বিক্রি অব্যাহত থাকবে। এতে গ্রাহকদের পেয়াজ কেনার ক্ষেত্রে সৃষ্ট ক্ষোভ ও দূর্ভোগ কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest