তারাগঞ্জে পুকুরের পানিতে পড়ে শিশু মূত্যু

প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০১৯

তারাগঞ্জে পুকুরের পানিতে পড়ে শিশু মূত্যু

প্রবীর কুমার কাঞ্চন,তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি ঃ তারাগঞ্জে পুকুরে পড়ে শিশু মূত্যুর ঘটনা ঘটেছে। গত বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে উপজেলার ইকরচালি ইউনিয়নের দো-হাজারী বাড়াইপাড়া গ্রামে। জানাগেছে, ওই গ্রামের বিমল চন্দ্রের ৩ বছরের পুত্র সন্তান জগন্নাত গায়ে ধুলা-মাটি নিয়ে বাড়িতে ফিরলে শিশুটির মা পুতুল রানী তাকে মারধর করেন। শিশুটিকে মারধর করায় জগন্নাতের বাবা বিমল চন্দ্র তার স্ত্রীকে পুতুলকে গালমন্দ ও মারধর করেন। এর এক পর্যায়ে পুতুল রানী তার বাবার বাড়িতে মুঠোফোনে তাকে মারধরের কথা বলতে বলতে তাদের বাড়ির পাশের পুকুরের পারে গেলে মায়ের সাথে সাথে পিছনে পিছনে ওই শিশুটি যায়। কিন্তু মায়ের বেখেয়ালে শিশুটি কখন যে পুকুরে পড়ে পানিতে ডুবে মারা যায় তা খেয়াল করেনি। দুপুরে হঠাৎ পুতুল রানী শিশুটিকে দেখতে না পেয়ে গ্রামের খোঁজ করে না পেয়ে শেষে পুকুরে শিশুটির ভাসমান লাশ দেখতে পায়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest