খালেদা জিয়ার জন্য অঝোরে কাঁদলেন আইনজীবীরা

প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০১৯

খালেদা জিয়ার জন্য অঝোরে কাঁদলেন আইনজীবীরা

নিজস্ব প্রতিবেদক ::

দীর্ঘ প্রায় ২ বছর যাবত কারাবন্দি ও অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আদালতের এমন সিদ্ধান্তের পর সেখানে কান্নায় ভেঙে পড়েন বিএনপিপন্থি অনেক নারী আইনজীবী।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ৬ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ খালেদা জিয়ার জামিন আবেদন নাখোশ করেন।আদালতের আদেশের পর এজলাস থেকে বেরিয়ে আসেন আইনজীবীরা। এসময় বিএনপিপন্থি আইনজীবী অ্যাডভোকেট সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া, অ্যাডভোকেট শাহাজাদী কহিনুর পাপড়িসহ কয়েকজন নারী আইনজীবীকে অঝোরে কাঁদতে দেখা যায়। কাঁদতে কাঁদতে খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দেন।

শাহাজাদী কহিনুর পাপড়ি বলেন, ‘অনেক আশা করেছিলাম দেশমাতা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পাবেন কিন্তু এই সরকার তাঁকে মুক্ত হতে দিলো না । তাই মনকে বুঝাতে পারছি না ।’


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest