খানসামায় ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে র‍্যালী, সেমিনার, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা

প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০১৯

খানসামায় ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে র‍্যালী, সেমিনার, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা

খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামায় ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৯ উপলক্ষে র‍্যালী, সেমিনার, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে “সত্য মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ চত্বরে র‌্যালি শেষে সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু হাতেম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোস্তফা আহমেদ শাহ, উপজেলা কৃষি অফিসার আফজাল হোসেন, উপজেলা এলজিইডি প্রকৌশলী সুবীর কুমার সরকার, উপজেলা আইসিটি সহকারী প্রোগ্রামার মিজানুর রহমান মিল্টন, ইউপি চেয়ারম্যানগ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং সুধীসমাজ।

সভায় বক্তারা বলেন ‘সরকার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অসামান্য অবদান রেখেছেন কিন্তু এ সুবিধা ব্যবহার করে কেউ কেউ গুজব ছড়াচ্ছে। এ বিষয়ে সকলকে সচেতন হতে হবে।’


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest