জয়পুরহাটের পাঁচবিবিতে সাংসদ সামছুল আলমের নামফলক ভাংচুরের অভিযোগ

প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২০

জয়পুরহাটের পাঁচবিবিতে সাংসদ সামছুল আলমের নামফলক ভাংচুরের অভিযোগ

আবু রায়হান, জয়পুরহাটঃ
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায় সাংসদ সামছুল আলম (দুদু) এর নামফলক ভাংচুরের অভিযোগ উঠেছে।

২৮ অক্টোবর বুধবার পাঁচবিবি উপজেলার হাকিমপুর কৈজুরী বেগম নুর জাহান রিয়াজ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম (দুদু) এর নামে সেত পাথর দিয়ে খোদায় করা নাম ফলক ভাংচুর করেছে দুর্বৃত্তরা।

এ ব্যাপারে বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, বিষয়টি ভিন্ন খাতে প্রভাবিত করতে এমন ঘটনা ঘটাতে পারে।

অপরদিকে নাম ফলক ভাঙচুরের ছবি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা মুহুর্তে ভাইরাল হয়ে যায়।

উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান ও ম্যানেজিং কমিটির সভাপতি আঃ রহমান জানান, এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অপরদিকে নাম ফলক ভাংচুরের ছবি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা মুহুর্তে ভাইরাল হয়ে যায়।

সরকার দলীয় নেতাকর্মীরা এমন ন্যাক্কারজনক ঘটনার তিব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest