১৪ নভেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ল |

প্রকাশিত: ১১:৫১ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২০

১৪ নভেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ল |

মোহাম্মদ মাহমুদুল হাসান |
ঢাকা |

করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ল ১৪ নভেম্বর পর্যন্ত
২০২১ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা চিন্তা করে বিভিন্ন তথ্য পর্যালোচনা করে ১৫ নভেম্বর থেকে স্কুল খোলা যায় কি না দেখা হচ্ছে। এসময় শিক্ষামন্ত্রী বলেন, করোনার কারণে এবার আগামী পহেলা জানুয়ারি বই উৎসব হচ্ছে না। এর বিপরীতে কিভাবে শিক্ষার্থীদের পাঠ্যবই পৌঁছে দেয়া হবে সে বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। এসময় তিনি জানান, আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা চিন্তা করে সীমিত পরিসরে স্কুল খোলার কথা ভাবা হচ্ছে। তিনি আরও বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় ও পলিটেকনিক পরীক্ষার্থীদের অটো পাস দেয়া হবে না। তাদের পরীক্ষা ছাড়া মূল্যায়ন সম্ভব নয়। আমরা আশাকরছি,তাদের পরীক্ষা নিয়ে নিতে পারব। দুমাস পরে তারা যেন পরীক্ষা দিতে পারে সেজন্য এখন থেকেই যেন প্রস্তুতি নেন। আসন্ন ভর্তি প্রক্রিয়ার বিষয়ে পরে জানানো হবে। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহাবুব হোসেন, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুকসহ বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest