নলছিটিতে কমিউনিটি পুলিশিং ডে পালিত

প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২০

নলছিটিতে কমিউনিটি পুলিশিং ডে  পালিত

মিলন কান্তি দাস, নলছিটি,ঝালকাঠি

“মুজিববর্ষের মূলমন্ত্র-কমিউনিটি পুলিশিং সর্বত্র” এই শ্লোগান নিয়ে নলছিটিতে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে।

৩১ অক্টোবর শনিবার সকাল ১০টায়
নলছিটি থানা পুলিশের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত অতিথিদের নিয়ে একটি র‌্যালি থানা সড়ক থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষন করে। র‌্যালী শেষে থানা চত্বরে বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মুজিবুর রহমান’র সভাপতিত্বে আলোচনা সভায় অংশ গ্রহন করেন নলছিটি পৌরসভা মেয়র বীর মুক্তিযোদ্ধা তছলিম উদ্দিন চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার তাজুল ইসলাম চৌধুরী দুলাল, পৌর আওয়ামী লীগের সভাপতি ডাক্তার এসকেন্দার আলী খান, সাধারণ সম্পাদক জার্নধন দাস, প্যানেল মেয়র আলমগীর হোসেন আলো,নলছিটি প্রেসক্লাবের সহ-সভাপতি ইউসুফ আলী তালুকদার, শিক্ষক ও সাংবাদিক মিলন কান্তি দাস, নলছিটি পৌরসভার কাউন্সিলর তোফায়েল হোসেন চন্দন,আবদুল কুদ্দুস মোল্লা,পলাশ তালুকদার, মোহম্মদ জামাল উদ্দিন খান,সাংবাদিক মিজানুর রহমান,শরীফুল ইসলাম পলাশ,ইব্রাহিম খান শাকিল, কায়কোবাদ তুপন প্রমুখ।

নলছিটি থানা চার্জ অফিসার ইন্সপেক্টর আবদুল হালিম তালুকদার তার কমিউনিটি পুলিশিং’র বিভিন্ন কার্যক্রমের উপর বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে কমিউনিটি পুলিশ’র সদস্যসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহন করেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest