নাটোরের সিংড়ায় র‌্যাবের সাথে গুলি বিনিময়ের পর অস্ত্র সহ ৩ ডাকাত আটক

প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০১৯

নাটোরের সিংড়ায় র‌্যাবের সাথে গুলি বিনিময়ের পর অস্ত্র সহ ৩ ডাকাত আটক

আবু মুসা নাটোর থেকেঃ নাটোরের সিংড়ায় ডাকাতির চেষ্টাকালে র‌্যাবের সাথে গুলি বিনিময়ের পর অস্ত্র সহ ৩ ডাকাতকে আটক করেছে র‌্যাব।সকালে নাটোর র‌্যাব ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৫ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি সমন্বিত দল গত রাতে নাটোরের সিংড়া উপজেলার কৈগ্রাম এলাকায় অবস্থান নেয়।রাত ২টার দিকে ১০/১১ জনের সশস্ত্র ডাকাত দল ওই গ্রামের এমদাদুল হক দুলালের বাড়িতে হানা দেয়।এসময় র‌্যাব সদস্যরা প্রতিরোধ শুরু করলে ডাকাতরা গুলি ছুড়ে।র‌্যাবও পাল্টা গুলি চালালে ডাকাত দল ছত্রভঙ্গ হয়ে যায়।পরে র‌্যাব সদস্যরা এলাকাবাসীর সহায়তায় সাইফুল,বুলবুল ও ইসলাম নামে ৩ ডাকাতকে আটক করে।এসময় ৫ রাউন্ড গুলি সহ একটি রিবলবার ও ৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest