ঢাকা ১৯ জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৫ মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৯ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২০
এস ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি ।
করোনা সংক্রমণের কারণে গত সাত মাস বন্ধ থাকার পর দর্শনার্থীদের জন্য উন্মক্ত করা হয়েছে নাটোরের রানীভবানীর রাজবাড়ি।
সোমবার (৯ নভেম্বর) দুপুর পর জেলা প্রশাসনের নির্দেশে তা আবারও দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হয়। এখন থেকে আগের নিয়মেই এই রাজবাড়িতে দর্শনীর বিনিময়ে পরিদর্শন করতে পারবেন সকলেই। অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ বিষয়টি নিশ্চিত করেন।
জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ জানান, চলতি বছরের মার্চ মাসে দেশে করোনা সনাক্ত হওয়ার পর গত ১৯ মার্চ থেকে ইতিহাসখ্যাত অর্ধবঙ্গেশ্বরী রানী ভবানীর নাটোর রাজবাড়িতে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দেয় জেলা প্রশাসন। এরপর দীর্ঘ দিন ধরেই বন্ধ ছিল নাটোর রাজবাড়ি। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কারনে আবারও সোমবার বিকেল থেকে নাটোর রাজবাড়ি দর্শনার্থীদের প্রবেশের জন্য খুলে দেওয়া হয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Bongshai IT