খুলনায় প্রাইভেট ক্লিনিকে মাদকের বিরুদ্ধে অভিযান – সরকারি ডাক্তার ও ইয়াবা ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের

প্রকাশিত: ৬:৪১ পূর্বাহ্ণ, নভেম্বর ১০, ২০২০

খুলনায় প্রাইভেট ক্লিনিকে মাদকের বিরুদ্ধে অভিযান  – সরকারি ডাক্তার ও ইয়াবা ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের

গোলাম মোস্তফা খান,খুলনাঃ সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা জনাব মোহাম্মদ হেলাল হোসেন পিএএ মহোদয়ের নির্দেশনা এবং বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা জনাব মোঃ ইউসুপ আলী মহোদয়ের তত্ত্বাবধানে আজ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবস্থিত খুলনা হেলথ গার্ডেন নামক একটি প্রাইভেট ক্লিনিকে মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন, খুলনা’র নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব দেবাশীষ বসাক ও এস এম রাসেল ইসলাম নূর।

 

অভিযান পরিচালনাকালে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হেলথ কেয়ার প্রাইভেট ক্লিনিকে ডা. সুমন রায়ের চেম্বারে বিধিমোতাবেক তল্লাশী করলে ১৫৬০ পিস ইয়াবা ট্যাবলেট, ১,৩০,০০০/- (এক লক্ষ ত্রিশ হাজার) টাকা, মদের বোতল, গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জামাদি উদ্ধার হয়। উক্ত চেম্বারে একজন বহিরাগত ইয়াবা ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয় এবং পাশের অপর একটি কক্ষে ডা. সুমন রায়ের একজন মহিলা সহযোগীকে গাঁজা সেবনরত অবস্থায় পাওয়া যায়। কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব দেবাশীষ বসাক উক্ত সহযোগীকে গাঁজা সেবনের দায়ে ০৭ (সাত) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন এবং বহিরাগত ইয়াবা ব্যবসায়ী ও ডা. সুমন রায়ের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা দায়েরের জন্য জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে আদেশ দেন। উক্ত চেম্বার বিধমোতাবেক সিলগালা করেন কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব দেবাশীষ বসাক।

 

মোবাইল কোর্ট পরিচালনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, খুলনা এবং সোনাডাঙ্গা থানা পুলিশ সহযোগিতা করেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest