গৌরনদীতে মাক্স না পরায় ৬ জনকে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২০

গৌরনদীতে মাক্স না পরায় ৬ জনকে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

মোঃকাওছার হোসেনঃ
গৌরনদী প্রতিনিধিঃ

বৈশ্বিক মহামারী করোনাভাইরাস প্রতিরোধে ঘরের বাইরে মাক্স বাধ্যতা মূলক ব্যবহারের লক্ষে বরিশালের গৌরনদী উপজেলা ভ্রাম্যমান আদালত মাক্স না পরায় মঙ্গলবার বিকেলে ৬ জন পথচারীকে ২ হাজার টাকা জরিমানা করেছেন। এ ছাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে সচেতনতার লক্ষে ব্যবসায়ী, ইজিবাইক চালকসহ পথচারীদের মাঝে ফ্রি মাক্স বিতরণ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্টেট ফারিহা তানজিন গৌরনদী, আশোকাঠী, কাসেমাবাদ, মাহিলাড়া বাসষ্ট্যান্ডে দোকান্দার, ইজিবাইক চালকসহ পথচারীদের করোনাভাইরাস প্রতিরোধে ঘরের বাইরে মাক্স পরার জন্য সচেতন করেন। এবং সকলের মাঝে মাক্স বিতরণ করেন। এ সময়  মাক্স না পরায় ৬ জনকে ২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্টেট ফারিহা তানজিন জানান, উপজেলা প্রশাসনের এ অভিযান ও কর্মসুচি অব্যাহত থাকবে। এ সময় গৌরনদী মডেল থানার এসআই অহিদ মিয়া উপস্থিত ছিলেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest