কিশোরগঞ্জে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০১৯

কিশোরগঞ্জে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

খাদেমুল মোরসালিন শাকীর,রংপুর ব্যুরো \ নীলফামারীর কিশোরগঞ্জে উপজেলা প্রশাসন ও উপজেলা ছাত্রলীগ’র উদ্যোগে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মোঃ আবুল কালাম বারী পাইলট। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু,উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাকির হোসেন বাবুল,সাধারণ সম্পাদক মশিয়ার রহমান,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন,গাড়াগ্রাম ইউপি চেয়ারম্যান মারুফ হোসেন অন্তিক। অপরদিকে বিকালে উপজেলা ছাত্রলীগের আয়োজনে একটি শোক র‌্যালী উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সফি মিয়া মার্কেটের বিপরীতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি মাঈনুল ইসলাম সপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ কিশোরগঞ্জ উপজেলা শাখার সভাপতি জাকির হোসেন বাবুল । প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মশিয়ার রহমান, আওয়ামীলীগ নেতা ও বাহগিলী ইউপি চেয়ারম্যান আতাউর রহমান দুলু শাহ, আওয়ামীলীগ নেতা ও নিতাই ইউপি চেয়ারম্যান ফারুকুজ্জামান ফারুক, আওয়ামীলীগ নেতা ও কিশোরগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আনিছুল ইসলাম আনিছ, উপজেলা কৃষকলীগের আহবায়ক সিরাজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি পতিরাম রায়, উপজেলা শ্রমিকলীগের আহাবায়ক আশুতোষ সিংহ লক্ষণ প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান জেভী।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest