আওয়ামী সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে বুদ্ধিজীবী দিবসে সাহিত্য আসর অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:৪৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৯

আওয়ামী সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে  বুদ্ধিজীবী দিবসে সাহিত্য আসর অনুষ্ঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো) সুনামগঞ্জ জেলা শাখা’র আয়োজনে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে সাহিত্য আসর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় পৌর শহরের শাপলা চত্ত্বরে এসাহিত্য আসর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী সাংস্কৃতিক ফোরামের আহবায়ক মিজানুর রহমান মিজান’র সভাপতিত্বে ও আওয়ামী সাংস্কৃতিক ফোরামের সাংগঠনিক সম্পাদক মো: আলমগীর হোসাইন’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কবি ও গীতিকার ইয়াকুব বখত্ বাহলুল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক কবি ও গীতিকার ওবায়দুল হক মুন্সী, স্বপ্নিল ফাউন্ডেশনের চেয়ারম্যান, সাংবাদিক শামসুল কাদির মিছবাহ, কবি ও লেখক আনোয়ারা খাতুন, জয়বাংলা ফাউন্ডেনের চেয়ারম্যান সৈকতুল ইসলাম শওকত। কবি মো: মহিম মিয়া, আলাউদ্দিন, বিশ্বজনের সভাপতি, সাংবাদিক কর্ণ বাবু দাস, সাইদুল ইসলাম, তিথী, ত্বাহা প্রমুখ। আলোচনাসভা শেষে কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করা হয়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest