ঢাকা ১৭ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৯
শহিদুল ইসলাম সোহেল,ময়মনসিংহ ব্যুরো চীফঃ টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে শহীদ বুদ্ধিজীবিদের স্মরণে প্রদীপ প্রজ্বলন ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ মূলক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে সন্ধ্যায় শহীদ মিনারে মোমবাতি জ্বালিয়ে প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান উদ্বোধন করা হয়। পরে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ মূলক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মোঃ শহিদুল ইসলাম লেবু। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ নুর নাহার বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুর রহমান খান, উপজেলা প্রকল্প কর্মকর্তা এনামুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার তোফাজ্জল হোসেন, বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্যগণ, উপজেলা পর্যায়ে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, শিক্ষক ছাত্রছাত্রীবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST