ফাইজার-মডার্নার ভ্যাকসিন কয়েক সপ্তাহের মধ্যেই বাজারে আসতে পারে

প্রকাশিত: ১০:৪৮ পূর্বাহ্ণ, নভেম্বর ২০, ২০২০

ফাইজার-মডার্নার ভ্যাকসিন কয়েক সপ্তাহের মধ্যেই বাজারে আসতে পারে

আলোকিত সময় ।। অনলাইন
ফাইজার এবং মডার্নার করোনার ভ্যাকসিন কয়েক সপ্তাহের মধ্যেই যুক্তরাষ্ট্রের বাজারে আসতে পারে।
বুধবার যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য এবং মানবসেবা বিষয়ক মন্ত্রী অ্যালেক্স অ্যাজারি একথা জানিয়েছেন।

অ্যালেক্স অ্যাজারি জানান, মার্কিন খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এফডিএ’র অনুমোদনের ২৪ ঘণ্টার মধ্যেই ভ্যাকসিন বিতরণের জন্য প্রস্তুত আছে অঙ্গরাজ্য এবং অঞ্চলগুলো। বছর শেষের আগেই ফাইজার এবং মডার্নার ভ্যাকসিনের ৪ কোটি ডোজ প্রস্তুত হবে, চার সপ্তাহের ব্যবধানে নিতে হবে দুটি করে ডোজ। মডার্না এবং ফাইজার মার্কিনিদের জন্য প্রতিমাসে ৪ কোটির বেশি ডোজ প্রস্তুত করতে সক্ষম বলে জানান অ্যালেক্স অ্যাজারি।


 

এর আগে বায়োন্টেকের প্রধান নির্বাহী জানান, বড়দিনের আগেই ঝুঁকিপূর্ন রোগীদের জরুরি ভিত্তিতে প্রয়োগের জন্য ফাইজার-বায়োন্টেকের ভ্যাকসিন অনুমোদন পেতে পারে। ফাইজারের ৭ থেকে ১০ দিনের পর অনুমোদন পেতে পারে মডার্নার ভ্যাকসিনও। আরও ৩ মাস পর আনুষ্ঠানিকভাবে অনুমোদন পাবে ভ্যাকসিন দুটি।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest