ঘুষ নেয়ার অপরাধে রাজশাহীর বোয়ালিয়া থানার এসআই রওশন সাময়িক বরখাস্ত

প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২০

ঘুষ নেয়ার অপরাধে রাজশাহীর বোয়ালিয়া থানার এসআই রওশন সাময়িক বরখাস্ত

রাজশাহী ব্যুরো : ঘুষ নেয়ার অপরাধে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া থানার এসআই রওশনকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরীর প্রাণকেন্দ্র সাহেব বাজার জিরো পয়েন্টে তিনি টাঙ্গাইল পলিটেকনিক এর উপাধ্যক্ষ জাফরিনা আক্তার খানম এর

কাছ থেকে ঘুষ গ্রহণ করছিলেন। এ সময় সেখানে উপস্থিত এক সাংবাদিক ঘুষ গ্রহণের দৃশ্যটি ভিডিও ধারণ করেন। এটি দেখতে পেয়ে এসআই রওশন ওই সাংবাদিক কে উপর ক্ষিপ্ত হয়ে যায়। পর্যায়ে এসআই রওশন তাকে দেখে নেয়ার হুমকি দেন। পরে সাংবাদিকদের সাথে আরো সাংবাদিক ও স্থানীয় লোকজন জড়ো হয়।

এসময় ওই রাস্তা দিয়ে যাওয়া বোয়ালিয়া মডেল থানার সহকারী পুলিশ কমিশনার ফারজিনা নাসরিন অবস্থা বেগতিক দেখে ওই এসআইকে নিজের গাড়িতে করে তুলে থানায় নিয়ে যান সাংবাদিকদেরকে থানায় ডেকে পাঠান। থানায় নিয়ে যাওয়ার পর এসআইয়ের ঘুষ গ্রহণের তথ্যটি প্রমাণিত হওয়ায় পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক তাকে বরখাস্ত করে পুলিশ লাইনে ক্লোজ করেন। বোয়ালিয়া মডেল থানার এসি ফারজিনা নাসরিন ও ওসি নিবারণ চন্দ্র বর্মন এ তথ্য নিশ্চিত করেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest