ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৯
প্রবীর কুমার কাঞ্চন,তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ তারাগঞ্জে নারী ও কন্যাশিশুদের অধিকার ও নেতৃত্বের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও অক্সফার্ম এর সহায়তায় পল্লীশ্রী স্পেস প্রকল্প রংপুরের আয়োজনে দুই দিন ব্যাপী এ প্রশিক্ষণ গতকাল রবিবার বিকেলে উপজেলা কৃষি অফিস হলরুমে শেষ হয়েছে। উক্ত প্রশিক্ষণে উপজেলার চারটি ইউনিয়নের ২৫ জন কমিউনিটি ও ইয়ুথ দলের সদস্য অংশগ্রহন করেন। প্রশিক্ষণের মাধ্যমে কমিউনিটি পর্যায়ে নারীর অধিকার, নারীর প্রতি সহিংসতা, বাল্য বিবাহ, জোড়পুর্বক বিয়ে বন্ধে দক্ষতা তৈরী ও নারীর অধিকার আদায়ে সক্ষম হবে। প্রশিক্ষণে অধিকার, মানবাধিকার, নারীদের অধিকারের কেন প্রয়োজন, পরিবার ও সমাজে নারী-পুরুষের ভূমিকা ও মর্যাদা এবং সামাজিকীকরন, জেন্ডার, বৈষম্য. নারী নির্যাতন ও প্রভাব, নারীর প্রতি নির্যাতন প্রতিরোধে সংশ্লিষ্ট আইন ও শাস্তির বিধান, নারী অধিকার রক্ষায় করনীয় বিষয়ে প্রশিক্ষনার্থীদের মাঝে আলোচনা তুলে ধরেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ ফারহানা আফরোজ, পল্লীশ্রী ক্রিয়েটিং স্পেস প্রকল্পের প্রজেক্ট অফিসার সাজেদুল ইসলাম।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST