লালপুরে করোনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও নির্বাচনী গণসংযোগ লিলির

প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২০

লালপুরে করোনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও নির্বাচনী গণসংযোগ লিলির

এস ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি।

পুরো বিশ্বে এখন এক আতঙ্কের নাম করোনা। মাত্র কয়েক মাসের ব্যবধানে বাংলাদেশসহ পুরো দুনিয়ার হিসাব–নিকাশ ওলট-পালট করে দিয়েছে প্রাণঘাতী এই ভাইরাস। তেমনি এই করোনার দ্বিতীয় ঢেউ পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির কার্যক্রমের অংশ হিসেবে নাটোরের লালপুরে গোপালপুর পৌরসভার মেয়র পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী ও গোপালপুর পৌর আ.লীগের সভাপতি রোকসানা মোর্তজা লিলির উদ্যোগে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) লেবারলাইন বাজার, মিল গেট ও তার আশেপাশের এলাকায় ৩ শতাধিক মাস্ক বিতরণ তিনি।

এসময় যাদের মুখে মাস্ক ছিল না তাদেরকে মাস্ক পরিয়ে দেয়াসহ সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়। করোনার দ্বিতীয় ঢেউ রোধে নিজ ও পরিবারকে সুরক্ষিত রাখতে জনসাধারণকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান রোকসানা মর্তুজা লিলি। সেই সাথে আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকার মনোনয়ন প্রত্যাশায় দোয়া ও সমর্থন কামনা করে গণসংযোগ করেন তিনি।

এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest