উলিপুরে বাসের ধাক্কায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২০

উলিপুরে  বাসের ধাক্কায়  এক শিশুর মর্মান্তিক মৃত্যু

সাইফুর রহমান শামীম,, কুড়িগ্রাম প্রতিনিধি।।
কুড়িগ্রামের উলিপুরে বাসের ধাক্কায় রিনতি আক্তার (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল ১১টার দিকে উলিপুর-রাজারহাট সড়কের কাজীপাড়া নামক এলাকায়। এ ঘটনায় স্থানীয় লোকজন ধাওয়া করে ঘাতক বাসটিকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার দলদলিয়া ইউনিয়নের রনজু মিয়ার শিশু কন্যা রিনতি আক্তার বাড়ির অদূরে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এসময় উলিপুর-রংপুরগামী এমএন ক্লাসিক (নোয়াখালী-জ ১১০০৪২) নামের একটি মিনিবাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

উলিপুর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest