জামালগঞ্জে হাওর রক্ষাবাঁধ নির্মাণ কমিটির সভা

প্রকাশিত: ১০:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৯

শামসুল কাদির মিছবাহ, সুনামগঞ্জ: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলাধীন হাওর রক্ষাবাঁধ মেরামত, নদী-খাল পূণ:খননের জন্য স্কীম বাস্তবায়নের লক্ষ্যে সভায় কাবিটা সংশোধিত নীতিমালা ২০১৭ অনুযায়ী উপজেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নতুন সদস্য নির্বাচন ও জমাকৃত পিআইসির আবেদন যাচাই-বাছাইয়ের জন্য উপ-কমিটি গঠন করা হয়েছে। রোববার বিকেল ৪ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা কাবিটা স্কীম বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পালের সভাপতিত্বে জামালগঞ্জ পাউবোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (এসও) মো. রেজাউল কবীর’র পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার, উপজেলা মৎস্য অফিসার অমিত পন্ডিত, কষি অফিসার মো. আজিজুল হক, অফিসার ইনচার্জ মো. সাইফুল আলম, উপজেলা আ.লীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, ইউপি চেয়ারম্যান করুনাসিন্ধু তালুকদার, নূরুল হক আফিন্দী, মো. রজব আলী, মো. দুলাল মিয়া, সাজ্জাদ মাহমুদ সাজিব, অসীম তালুকদার, গণমাধ্যম প্রতিনিধি অঞ্জন পুরকায়স্থ, মৎস্যজীবি প্রতিনিধি জয় কিশোর দাস প্রমূখ।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest